Part 2:
Group B
2.1 জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির নাম হল বায়োফুয়েল।
2.2 বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম কার্বন ডাই অক্সাইড।
Or, ওজোন স্তর সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মির ভূপৃষ্ঠে আপাতনকে প্রতিহত করে।
2.3 SI পদ্ধতিতে গ্যাসের চাপের একক পাস্কাল।
2.4 চার্লসের সূত্রের ধ্রুবক রাশি গুলি হল গ্যাসের চাপ এবং গ্যাসের ভর।
Or, উষ্ণতার কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানের সমান – বিবৃতিটি সত্য।
2.5 উত্তল দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট দৈর্ঘ্যের অসদ প্রতিবিম্ব গঠিত হতে পারে।
2.6 মোটর গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়।
2 .7 লাল ও নীল বর্ণের আলোর জন্য কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক ও যথাক্রমে ur ও ub হলে ub এর মান বেশি।
2.8 SI পদ্ধতিতে তড়িৎ আধানের একক কুলম্ব।
2.9 তড়িৎ পরিবাহিতার একক মো (mho).
Or, ফিউজ তার টিন ও সিসার সংকর ধাতু দ্বারা তৈরি।
2.10 কিলোওয়াট ঘন্টা তড়িৎ শক্তির একক।
2.11.1 অ্যাসিটিক অ্যাসিড – মৃদু তড়িৎ বিশ্লেষ্য।
2.11.2 কাচ – তড়িৎ অপরিবাহী।
2.11.3 সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল- ফ্লুওরিন।
2.11.4 একটি অভিজাত মৌল- ক্রিপটন।
2.12 F, I, Br, Cl, কে ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজিয়ে পাই, F< Cl < Br < I.
2.13 দীর্ঘ পর্যায় সারণির 17 নম্বর শ্রেণীতে গ্যাসীয়, তরল এবং কঠিন তিনটি ভৌত অবস্থার মৌলই বর্তমান।
Or,ক্ষার ধাতু গুলি দীর্ঘ পর্যায় সারণির 1 নম্বর গ্রুপের অন্তর্গত।
2.14 ড্যাশ চিহ্ন দিয়ে অনুর প্রথাগত উপস্থাপন দেখাও

2.15 হাইড্রাইড আয়নের ইলেকট্রন বিন্যাস হিলিয়াম মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস এর মতো।
Or, হাইড্রোজেন অনুর লুইস ডট ডায়াগ্রাম টি হল

2.16 একটি সমযোজী তরল পদার্থের উদাহরণ হল জল।
2.17 কঠিন NaCl এর তড়িৎ পরিবাহিতা গলিত NaCl এর তড়িৎ পরিবাহিতা থেকে বেশি- বিবৃতিটি মিথ্যা।
2.18 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া টি হল

Or, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রন গুলি তড়িৎ পরিবহন করে – বিবৃতিটি মিথ্যা।
ক্রমশ
Leave a comment